প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2025 ইং
টাঙ্গাইলে এক হাজার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ

টাঙ্গাইলের এক হাজার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান, জেলার সকল সরকারি ও বেসরকারি দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে একযোগে প্রায় চার হাজার কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চারা রোপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্যাহ আল মামুন ও সঞ্জয় কুমার মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দিনে টাঙ্গাইলের ১২টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা স্ব-স্ব উপজেলায় জেলা প্রশাসকের পক্ষে একটি বিদ্যালয় কৃষ্ণচূড়া, সোনালো ও জারুল গাছের চারা রোপন করে তারা কার্যক্রম শুরু করেন । একই সময়ে প্রতিটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল, ভোকেশনাল বিদ্যালয়ের প্রধানগণ নিজ নিজ বিদ্যালয় ওই তিনটি গাছের চারা রোপন করেন।
টাঙ্গাইলে চারা রোপণ কার্যক্রম উদ্বোধনের সময় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, গাছের সাথে আমাদের সর্ম্পক অত্যন্ত নিবিড়। অনেকগুলো বিষয় পরিবেশের সাথে জড়িত রয়েছে। তার মধ্যে বৃক্ষ একটি উল্লেখ্যযোগ্য জায়গা দফল করে রয়েছে। গাছ যদি না বাঁচে তাহলে আমরা বাঁচবো না। আমাদের স্বার্থেই এই গাছগুলো বাঁচিয়ে রাখতে হবে। গাছের যদি সৌন্দর্যবর্ধক বৃক্ষ হয়, তাহলে এটির প্রতি মানুষের আকর্ষন থাকে। যে প্রতিষ্ঠানে গাছের সংখ্যা বেশি তাদের মানষিক প্রশান্তি অন্য জায়গায় থেকে ২৫ ভাগ বেশি থাকে। পরিবেশ রক্ষার যে কর্মসুচি শুরু হয়েছে এটি শুধু ঢাকা বিভাগ না, আমি মনে করি সারাদেশেই চালু হওয়া উচিত। টাঙ্গাইলে এটি ব্যতিক্রমী উদ্যোগ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com